শোয়েব-সানিয়ার বিবাহবিচ্ছেদের নতুন তথ্য ফাঁস
ডেস্ক রিপোর্ট
210
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ | ১২:১১:২৫ পিএম
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা দম্পতির বিবাহবিচ্ছেদের গুঞ্জন গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে।
এবার তাদের সম্পর্কে নতুন তথ্য ফাঁস করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম জিওটিভি। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, আইনি বাধ্যবাধকতা শেষ করার পর শোয়েব মালিক-সানিয়া মির্জা দম্পতি ডিভোর্সের অফিশিয়াল ঘোষণা দেবেন।
গত এক মাস যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এ দম্পতির ডিভোর্সের গুঞ্জন ভাসছে। তবে এটা নিয়ে এখন পর্যন্ত তারা মুখ খোলেননি।
জিও নিউজে বলা হয়েছে, বিচ্ছেদ নিয়ে তাদের মুখ না খোলার আরো একটি কারণ হলো- বিভিন্ন ‘শো’তে একসঙ্গে উপস্থিত হওয়ার চুক্তি স্বাক্ষর করা আছে।
সানিয়া-শোয়েব মুখ না খুললেও তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন দুজনেরই ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্য এবং তাদের ঘনিষ্ঠ এক বন্ধুর বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যমের খবর, ‘দুজনের বিচ্ছেদ হয়ে গেছে। তারা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’
সূত্র জানায়, ডিভোর্স হলেও একমাত্র পুত্র ইজহান মির্জা মালিককে শোয়েব মালিক-সানিয়া মির্জা উভয়েই লালন-পালনের বিষয়ে সম্মত হয়েছেন।
[caption id="attachment_6428" align="alignright" width="757"] ফাইল ছবি[/caption]
উল্লেখ্য, ২০১০ সালে মহা ধুমধামের মধ্য দিয়ে সানিয়া-শোয়েবের বিয়ে হয় এবং ২০১৮ সালে তাদের কোলজুড়ে আসে একমাত্র ছেলে ইজাহান মির্জা মালিক।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩