ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

টোলের মাধ্যমে ঢাকার রাস্তায় করা যাবে গাড়ি পার্কিং


ডেস্ক রিপোর্ট
187

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ | ০২:১১:০৯ পিএম
টোলের মাধ্যমে ঢাকার রাস্তায় করা যাবে গাড়ি পার্কিং ফাইল-ফটো



অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট পরিামাণ টোল দিয়ে রাস্তায় রাখা যাবে গাড়ি। গুলশানে পরীক্ষামূলকভাবে এই পার্কিং সিস্টেম চালু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পাইলট প্রকল্পে ২২০টি গাড়ির পার্কিং সুবিধা থাকছে।

মেয়র আতিকুল ইসলাম জানান, প্রকল্পটি সফল হলে উত্তর সিটির অন্যান্য এলাকাতেও চালু হবে ই-পার্কিং সিস্টেম। এতে রাজস্ব আদায়ের পাশাপাশি সড়কে শৃংখলা ফিরবে বলে আশা উত্তর সিটি মেয়রের।

উন্নত বিশ্বের প্রতিটি শহরে গাড়ি পার্কিং করা হয় সড়কের ওপর। তবে তাতে শৃঙ্খলা থাকে। নির্দিষ্ট এলকায় নির্ধারিত সড়কেই রাখা হয় এসব গাড়ি। পার্কিং করা এসব গাড়ি থেকে রাজস্ব পায় সিটি করপোরেশন। থাকে না কোন চাঁদাবাজি।

তবে ভিন্ন চিত্র বাংলাদেশে। যে যেখানে পারছেন, সেখানেই রাখছেন গাড়ি। হোক সড়ক কিংবা ফাঁকা জায়গা। এতে তৈরি হচ্ছে অসহনীয় যানজট।

পরিস্থিতির উত্তরণে পার্কিং নিয়ে নতুন পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়কে যত্রতত্র গাড়ি রাখা বন্ধ, আর চাঁদাবাজি ঠেকাতে চালু হচ্ছে ডিজিটাল পার্কিং সিস্টেম। অ্যাপের মাধ্যমে খালি জায়গায় করতে হবে পার্কিং, পেমেন্টও হবে অ্যাপে।

উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, "সনাতনি পদ্ধতিতে না করে সম্পূর্ণ ডিজিটালি করার জন্য আমরা সে ধরণের টেকনলজি নিয়ে এসেছি। ঢাকায় স্যাম্পল হিসাবে কিছু ডিজিটাল পার্কিং এর ব্যবস্থা করছি, যা এ্যাপস এর মাধ্যমে পেমেন্ট থেকে শুরু করে সব হবে।"

পরীক্ষামূলক এই প্রকল্প সফলতার মুখ দেখলে শুধু গুলশান নয়, উত্তর সিটির প্রতিটি এলাকায় হবে এই ডিজিটাল পার্কিং ব্যবস্থা।

মেয়র বলেন, "প্রথম অবস্থায় ২২০ টা গাড়ি নিয়ে প্রজেক্ট শুরু হয়েছে, সাকসেসফুল হলে পুরো উত্তর সিটিতেই এই ব্যবস্থা চালু হবে।"

সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোন জায়গায় গাড়ি পার্কিং করতে দেয়া হবে না বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।


আরও পড়ুন: