ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

গণির জালে আবারো লাখ টাকার পোয়া


ডেস্ক রিপোর্ট
194

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২ | ০৪:১১:৪৮ পিএম
গণির জালে আবারো লাখ টাকার পোয়া ফাইল-ফটো



সেন্টমার্টিনে গণির জালে আবারো লাখ টাকার পোয়া। ২০১৮ সালের ১৪ নভেম্বর গণি ৩৪ কেজি ওজনের ১টি পোয়া মাছ বিক্রি করেছিলো ১০ লাখ টাকায়।

২০২০ এর নভেম্বর মাসে এসে গণি আবারো পোয়া মাছ পাইলে সেটি বিক্রি করেছিলো ৬ লাখ টাকায়।

আবারো নভেম্বর মাসে জোড়া পোয়া মাছ ধরলো সেন্টমার্টিনের জেলে গণি। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে তার জালে ধরা পড়লো আরো ২ টি বড় পোয়া মাছ।

দাম হাঁকা হাঁকি চলছে। মাছ ২ টির দাম এখন পর্যন্ত উঠেছে ৩ লাখ টাকা। তবে মাছের দাম  আরো বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে।


আরও পড়ুন: