ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

বিতর্কিত সিদ্ধান্তে আউট হলেন সাকিব


খেলা ডেস্ক
199

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২২ | ১১:১১:০৩ এএম
বিতর্কিত সিদ্ধান্তে আউট হলেন সাকিব ফাইল-ফটো



শাদাব খানের করা ইনিংসের ১১তম ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে শান মাসুদের তালু বন্দি হন সৌম্য সরকার। সৌম্যের বিদায়ের পর মাঠে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী স্ট্রাইকে যান সাকিব।

মাঠে নেমেই শাদাবের পরের বলে সামনে এসে খেলতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু ফুললেংথের বলে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দিয়েছেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক। সেটিও বেশ খানিকটা সময় নিয়ে। সাকিব অবশ্য রিভিউ করেছিলেন সঙ্গে সঙ্গেই।

সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। তবে টেলিভিশন আম্পায়ার ল্যাংটন রুসেরে বলেছেন, সে স্পাইক ব্যাট মাটিতে লাগার কারণে। যে ফ্রেমে স্পাইক প্রথম দেখা গেছে, বল তখনো ব্যাটের পাশে যায়নি বলে সিদ্ধান্ত তার। ইমপ্যাক্টও ছিল ৩ মিটারের বাইরে।

ফিরতে গিয়ে আবার আম্পায়ারের কাছে ফিরে আলোচনা করেছেন টাইগার কাপ্তান সাকিব। আবারও সাজ ঘরে ফিরেয়ে দেয়া হয় সাকিবকে। এতে পরপর ২ বলে ২ উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফিরেন সাকিব। এর আগে সৌম্য ফিরেন ১৭ বলে ২০ রান করে।


আরও পড়ুন: