বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ডেস্ক রিপোর্ট
205
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২২ | ১০:১১:২৪ এএম
ঢাকার ধামরাইয়ে বাইসাইকেলযোগে কারখানায় যাওয়ার সময় বাসচাপায় পোশাকশ্রমিক দম্পতি নিহত হয়েছেন। বুধবার (০২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইসরাফিল (৩৫) ধামরাইয়ের সানোরা ইউনিয়নের শৈলধন এলাকার নান্নু মিয়ার ছেলে। তিনি ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি কারখানায় চাকরি করতেন। তার স্ত্রী স্বপ্না তার সঙ্গে থেকে একই পোশাক কারখানায় চাকরি করতেন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার জন্য বাইসাইকেলযোগে রওনা দেন ওই দম্পতি। তারা ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা জামান পরিবহনের একটি ঢাকাগামী বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩