বাংলাদেশকে পাত্তাই দিলো না পাকিস্তান
খেলা ডেস্ক
196
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২ | ১২:১০:৫৬ পিএম
এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারানোর পর এবার স্বাগতিক বাংলাদেশকেও একই ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের পঞ্চম ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ১২.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
৭১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কঠিন কোনো বাধার মুখে পড়েনি পাকিস্তানের ব্যাটাররা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪০ রান করে দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে মুনীবা আলী ও সিদ্রা আমিন সহজ জয়ের পথে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে দলীয় অর্ধশতক পূরণের আগে তাদের জুটি ভাঙেন সালমা খাতুন। মুনীবাকে ১৪ রানে পেছনে শামীমা সুলতানার ক্যাচ বানান তিনি।
এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও সিদ্রার ২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় তুলে নেয় পাকিস্তান। বিসমাহ ১২ ও সিদ্রা ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের আজ শুরুটা ভালো হয়নি। ইনিংসের প্রথম ওভারে শেষ বলে বোল্ড হন আগের ম্যাচে ঝড়ো ব্যাটিং করা শামীমা সুলতানা। পরের ওভারে আবার বোল্ড ফারজানা হক। অলরাউন্ডার রুমানা এসেও হাল ধরতে পারেননি।
এই তিন ব্যাটারের কেউই ১ রানের বেশি করতে পারেননি। ৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
পাওয়ার প্লে থেকে আসে ৩ উইকেটে ১২ রান। খেলা হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি-লতা মন্ডল। দুই জন বিপর্যয় সামাল দিলেও রানটা ঠিক আসছিল না। লতা যখন ধীরে ধীরে খোলস ছাড়িয়ে বের হওয়ার চেষ্টায় ছিলেন তখনই এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। ১৯ বলে ১২ রান করেন তিনি।
এরপর জ্যোতির সঙ্গী হন সালমা। দুজনে খেলছিলেন, কিন্তু রান আসছিল না। তিনে নেমে ক্রিজ আঁকড়ে পড়ে থাকা জ্যোতিও বেশিদূর নিয়ে যেতে পারেননি দলকে। ৩০ বলে ১৭ রান করে ফেরেন তিনি।
সালমা অপরাজিত ছিলেন ২৯ বলে ইনিংস সেরা ২৪ রান করে। রিতু মনি আউট হলে আসে বৃষ্টি। প্রায় আধঘণ্টা পর খেলা শুরু হতে ১৯তম ওভারে নাহিদা আক্তার রান আউট হন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩