ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

কোহলির হোটেল রুমের ভিডিও ভাইরাল


খেলা ডেস্ক
206

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২ | ০৫:১০:৪২ পিএম
কোহলির হোটেল রুমের ভিডিও ভাইরাল ফাইল-ফটো



চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতেই পেয়েছেন হাফসেঞ্চুরি। ইতোমধ্যে তার রানের সংখ্যা ১৫৬। কোহলি যখন রানে ফেরার আনন্দে ভাসছেন তখনই অপ্রীতিকর ঘটনা হতাশ করলো তাকে। কোনও এক ভক্ত অনুমতি ছাড়া তার হোটেল রুমে ঢুকে ভিডিও করে তা প্রচার করেছে।

[caption id="attachment_5879" align="alignright" width="336"]আনুশকার ইনস্টাগ্রাম স্টোরি আনুশকার ইনস্টাগ্রাম স্টোরি[/caption]

সোমবার (৩১ অক্টোবর) সকালে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন ভারতের সাবেক এই অধিনায়ক। সেখানে দেখা গেছে কোনও একজন তার রুমে ঢুকেছেন এবং মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন।

কোহলির মতো ভিডিও প্রকাশের ঘটনাটি মেনে নিতে পারেননি তার স্ত্রী আনুশকা শর্মা। তিনিও ক্ষুব্ধ  হয়েছেন ওই ভক্তের উপর। এ ভাবে কারও ব্যক্তিগত জীবনকে বাইরে আনা অপরাধ বলে মনে করছেন তিনি।

এই বলিউড অভিনেত্রী লিখেছেন, ‘অতীতে আমিও এ রকম কিছু ঘটনার মুখোমুখি হয়েছি। কিন্তু এর থেকে খারাপ কিছু হতে পারে না। কোহলিকে অপমান করা হয়েছে। ওর ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করা হয়েছে। অনেকে ভাবেন, খ্যাতনামাদের তো এগুলো সহ্য করতেই হবে। কিন্তু সবার একটু সংযম দেখানো উচিত। যদি এটা আপনার শোয়ার রুমে এমনটা হতো তা হলে কী হতো?’

এর আগে সোমবার (৩১ অক্টোবর) সকালে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেন কোহলি। ভিডিওর ক্যাপশনে লেখেন,  ‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি ও উত্তেজিত হয়। তাদের সঙ্গে আলাপ করে রোমাঞ্চিত হয়, আমি সবসময় সেটার তারিফ করি।’

কোহলি যুক্ত করেন, ‘কিন্তু এই ভিডিও ভয়ঙ্কর, আমার গোপনীয়তা নিয়ে আমাকে খুব বিভ্রান্তির মধ্যে ফেলে দিলো। আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা রাখতে না পারি তাহলে কোথায় আমি ব্যক্তিগত জায়গা প্রত্যাশা করতে পারি? এই ধরনের অন্ধভক্তি এবং গোপনীয়তায় আক্রমণে আমি খুশি নই। দয়া করে কারও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখুন এবং বিনোদনের জন্য তাদের পণ্য মনে করবেন না।’


আরও পড়ুন: