বিশ্বকাপে সুপার টুয়েলভের উইকেট শিকারে শীর্ষে তাসকিন
ডেস্ক রিপোর্ট
201
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২২ | ০২:১০:১৫ পিএম
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ সমাপ্ত হয়েছে। এই ১৬ ম্যাচ শেষে উইকেট শিকারির তালিকায় সবার উপরে আছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ।
রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে রেজিস চাকাভাকে ফিরিয়ে ৮ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন টাইগার এ পেসার। আজকের ম্যাচ শুরুর আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিল পাঁচটি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে তাসকিন পৌঁছে গেছেন শীর্ষ উইকেট শিকারির তালিকায়।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার ম্যাচটিতে দলকে প্রথম সফলতাটা এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়ে ওয়েসলি মাধেভেরে তালগোল পাকিয়ে ফেলেন। টপ এজ হয়ে বলটা চলে যায় ডিপ থার্ডম্যানে থাকা মোস্তাফিজুর রহমানের কাছে। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হলেন ফিজের।
এর পরের ওভারে তাসকিনের দ্বিতীয় শিকার হন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনকে। এবারও অফ স্টাম্পের বাইরের বলে সফলতা। তার বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দেন আরভিন। ইনিংসের ১২তম ওভারে টাইগার পেসার ফেরান চাকাভাকে। তাতেই তিনি বনে যান বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা বোলার।
এই মুহূর্তে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। তার উইকেট সংখ্যা ৭টি। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি। টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩