ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা ব্যবসা!


ডেস্ক রিপোর্ট
183

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ | ১১:১০:৪৫ এএম
কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা ব্যবসা! ফাইল-ফটো



হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলে সংযুক্ত প্লাস্টিকের কৃত্রিম হাতের ভিতরের ফাঁকা অংশকে ইয়াবা বহনের মাধ্যম হিসেবে ব্যবহার করে গত ৭-৮ বছর ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে যাওয়া এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। তার নাম রানা হাওলাদার (২৬)।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি হাতের কনুইয়ের নিচের অংশ কেটে প্লাস্টিকের কৃত্রিম হাত লাগিয়ে ইয়াবা বহন করতো। হাতের ফাঁকা অংশ ব্যবহার করে গত ৭/৮ বছর ধরে সে ইয়াবা পাচার ও ব্যবসা করে আসছিল।

তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক।


আরও পড়ুন: