বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে, বলছে আবহাওয়া অধিদপ্তর
ডেস্ক রিপোর্ট
187
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ | ১২:১০:২৩ পিএম
রাজধানীর আকাশ গতকাল সারা দিন ধরেই মেঘলা ছিল। কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টিও হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এই বৃষ্টি।
রাজধানীতে সারা দিনই আজ বৃষ্টি হবে বলছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও বৃষ্টি হবে। বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও হতে পারে। পরশু বুধবার বৃষ্টি কিছুটা কমে আসবে।
আজ সকাল আটটায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পায়রা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দূরে আছে। এটি বাংলাদেশের উপকূলের দিকেই ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে।
মোংলা-পায়রায় ৭ নম্বর ও চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর বিপদসংকেত দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে আজ সারা দেশেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে কালও। বুধবার বৃষ্টির রেশ কিছুটা কমে আসবে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড় এর সম্মুখভাগের প্রভাব, অমাবস্যা এবং বায়ুচাপের পার্থক্যের কারণে এবারের ঘূর্ণিঝড়টির প্রভাব অনেকাংশে বেশি হতে পারে। এর প্রভাবে উপকূলে ছয় ফুটের চেয়ে বেশি উচ্চতার জলোচ্ছ্বাসও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মধ্যরাতের পরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। দেশের উপকূলীয় জেলা পটুয়াখালী, বরিশাল ও ভোলায় এর প্রভাব অপেক্ষাকৃত বেশি হতে পারে।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩