ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

ডেঙ্গু আক্রান্ত বলিউড ভাইজান


ডেস্ক রিপোর্ট
192

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ | ০১:১০:৪২ পিএম
ডেঙ্গু আক্রান্ত বলিউড ভাইজান ফাইল-ফটো



ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়। তবে কবে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তা জানানো হয়নি। অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই আছেন তিনি। অসুস্থতার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। সালমান খানের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার শারীরিক অবস্থা খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন। এমনকি কিছুদিনের জন্য তাই ‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে। শুক্রবার (২১ অক্টোবর) দর্শক ওই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করন জোহরকে। প্রশ্ন উঠেছে তবে কি সালমান খানের অসুস্থতার জন্যই এমন ঘটেছে? আসলে তা নয়। আজ শনিবার আবার সঞ্চালকের আসনে সালমানকেই দেখবেন দর্শক। কেননা, আগেভাগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সালমান।


আরও পড়ুন: