কাজের মাঝে হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন
ডেস্ক রিপোর্ট
194
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ | ০৩:১০:৪৮ পিএম
অফিসে কাজ করতে করতে হঠাৎ শুরু হলো মাথাব্যথা। খারাপ লাগলেও কাজ বন্ধ করেতো ঘুমানোর সুযোগ নেই, এদিকে মাথার ব্যথায় অবস্থা নাজেহাল। কী করবেন বুঝে উঠতে পারছেন না? এরকম পরিস্থিতিতে খানিকটা আরাম পাবেন কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে।
হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন-
অনেক সময় শরীরে পানির অভাব হলে মাথাব্যথা শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে, পানি খাওয়ার আধ ঘন্টার মধ্যেই কাজ হতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে মাথাব্যথা। এই সমস্যা এড়াতে মাঝেমাঝে পানি তো খাবেনই, সঙ্গে এমন কিছু ফল খান, যাতে পানির পরিমাণ বেশি। মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে ঠান্ডা সেঁক কাজে লাগতে পারে। কাপড়ে বরফ মুড়িয়ে নিতে পারেন অথবা সেঁক দেওয়ার পানি ভর্তি পাউচ থাকলে তো খুবই ভালো। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশি চেপে চেপে সেঁক দিন। অল্প সময়ের মধ্যে প্রদাহ কমবে, আরামও পাবেন। মাথার যন্ত্রণায় আদা চা-ও খেতে পারেন। আদা এবং চা, দুইটি জিনিসেই অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহ কমানোর উপাদান থাকে। ২৫০ মিলিগ্রাম আদাগুঁড়ো দিয়ে চা খেলে কিছু ক্ষণের মধ্যেই মাথাব্যথা কমে। মাথাব্যথা থেকে অনেকের বমিভাব, গা গোলানোর মতো সমস্যা দেখা দেয়। আদা সে সব অস্বস্তিও কমাতে পারে।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় রমজানে মূল্য থাকবে স্বাভাবিক
০৬ ফেব্রুয়ারি ২০২৩
পৃথিবী থেকে হঠাৎ হারিয়েছিল অক্সিজেন
১০ নভেম্বর ২০২২
যেসব কর্মকান্ডে অসুখী পরিবার চিনতে পারবেন
০৯ নভেম্বর ২০২২
ঢাকার যেসব এলাকায় ২ ঘন্টা করে থাকবে না বিদ্যুৎ
০৮ নভেম্বর ২০২২
ব্যর্থ মানুষের ৬টি কাজ
০৫ নভেম্বর ২০২২
মিরপুরে ছিনতাইকারীর কবলে তিন ভাই
০৩ নভেম্বর ২০২২