ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

১টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ


খেলা ডেস্ক
200

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২ | ০১:১০:১১ পিএম
১টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ফাইল-ফটো



চারদিনের একটি ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী মাসে পাকিস্তান যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘ ১৫ বছর পর দেশটিতে সফর করবে টাইগার যুবারা। আগামী ১ নভেম্বর পাকিস্তানে পৌঁছাবে বাংলাদেশ দল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের বিখ্যাত ইকবাল ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০০৭ সালের নভেম্বরে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ডিরেক্টর জাকির খান এ বিষয়ে বলেন, ‘২০২২ সালে অনেক আন্তর্জাতিক দল এনে সিরিজ আয়োজন করেছি আমরা। আমরা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে স্বাগত জানাতে মুখিয়ে আছি। যদিও এটি ১৫ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম জুনিয়র আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে।’

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড এবং প্রশিক্ষণের সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময়সূচি :

১ নভেম্বর – বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাকিস্তান যাত্রা ৪ থেকে ৭ নভেম্বর - চার দিনের ম্যাচ ১০ নভেম্বর – প্রথম ওয়ানডে ১২ নভেম্বর – দ্বিতীয় ওয়ানডে ১৪ নভেম্বর – তৃতীয় ওয়ানডে ১৬ নভেম্বর – চতুর্থ ওয়ানডে ১৮ নভেম্বর – পঞ্চম ওয়ানডে ১৯ নভেম্বর – বাংলাদেশ অ-১৯ দলের দেশে ফেরা


আরও পড়ুন: