সড়কে নামছে ‘ঢাকা নগর পরিবহন’-এর দুই রুটের বাস
ডেস্ক রিপোর্ট
217
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ | ১০:১০:৩২ এএম
যাত্রী সেবার মান বাড়াতে রাজধানীতে নতুন ৫০টি বাস নামছে বৃস্পতিবার (১৩ অক্টোবর)। ঢাকা নগর পরিবহন নামে ঘাটারচর-ডেমরা রুটে বাসগুলো চলাচল করবে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার নতুন রুটে বাস চলাচলের উদ্বোধন করবেন। রাজধানীর ২২ ও ২৬ নম্বর ঘাটাচ্ছর থেকে স্টাফ কোয়ার্টার ও কদমতলী রুটে নগর পরিবহন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। রুট নম্বর ২২: বাসরুট রেশনালাইজেশনের আওতায় ২২ নম্বর রুটের যাত্রী ছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো– ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউন হল, আসাদগেট, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি (টিকাটুলি থেকে কাজলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে), কাজলা, কোনাপাড়া, স্টাফকোয়ার্টার। এ রুটে বাস চলছে অভি মোটরসের। এ বাসের মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠান অভি মটরসের সমন্বয়ক সিরাজুল ইসলাম জানান, প্রতিটি বাসে ৪২টি আসন থাকছে। ভেতরে যাত্রীদের ঢোকা ও বের হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে। প্রতিটি বাসে আছে সিসিটিভি ক্যামরা ও একটি করে টেলিভিশন। পাশাপাশি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রুট নম্বর ২৬: বাসরুট রেশনালাইজেশনের আওতায় ২৬ নম্বর রুটের যাত্রীছাউনি ও বাস থামার জায়গাগুলো হলো– ঘাটারচর, ওয়াসপুর, বসিলা, বসিলা সিএনজি স্ট্যান্ড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, টাউনহল, আসাদ গেট, সোবহানবাগ, কলাবাগান, সায়েন্সল্যাব, নিউমার্কেট (নীলক্ষেত), আজিমপুর, পলাশী, চাঁনখারপুল (চাঁনখারপুল থেকে পোস্তগোলা পর্যন্ত ফ্লাইওভারের ওপর দিয়ে বাস চলাচল করবে), পোস্তগোলা ও পাগলা (কদমতলী থানা)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বুধবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় বসিলা যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে ২২ নম্বর (ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার) ও ২৬ নম্বর (ঘাটারচর-কদমতলী) রুটে ‘ঢাকা নগর পরিবহন’ বাসসেবা উদ্বোধন করা হবে। উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর ২৩ নম্বর রুটে (ঘাটারচর থেকে কাঁচপুর) ‘ঢাকা নগর পরিবহন’ সেবা চালু করা হয়।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
ট্রেন লাইনচ্যুত, খালে ৪০ হাজার লিটার তেল
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টেকনাফগামী জাহাজের যাত্রীরা
১৫ ফেব্রুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গায় বাউলদের আখড়াবাড়িতে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ
০৮ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা সিএমএম আদালত ভবনে আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সবচেয়ে দীর্ঘ রানওয়ে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে
০৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩