বাথটাবের ছবিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী
ডেস্ক রিপোর্ট
201
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ | ০৬:১০:১৯ পিএম
টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। তারকা খ্যাতি পেলেও কাজের বাইরে প্রায়ই শিরোনামে উঠে আসে তার নাম। আবার কখনো সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন মতামত তুলে ধরেও আলোচনার জন্ম দিয়ে থাকেন তিনি। এবার বাথটাবে বসে থাকার কয়েকটি ছবি দিয়ে নতুন করে আলোচনায় এলেন নায়িকা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। ছবিতে দেখা যায় বাথটাবের পানিতে সবুজ আভা ও ছড়িয়ে রয়েছে গোলাপের পাপড়ি। আর তাতে সেজেগুজে আছেন অভিনেত্রী।
[caption id="attachment_5484" align="alignnone" width="849"] ফেসবুক-পোস্ট[/caption]
শ্রাবন্তীকে এ সময় গর্জিয়াস কালো স্লিট গাউনে দেখা গেছে। কানে মানানসই হিরার দুল, হাতে চুরি ও আংটি। পোশাকের সঙ্গে মানিয়ে মেকআপ। হাতে গোলাপ নিয়ে তা গালে ঠেকিয়ে বসে রয়েছন। আর প্রিয় নায়িকার এমন ফটোশুটে উত্তাল নেটিজেনরা।
টালি তারকা ক্যাপশনে লিখেছেন, ‘এটা যদি আপনাকে খুশি রাখে তাহলে শান্ত থাকুন।’ তবে হ্যাশট্যাগ দেখে ধারণা করা হচ্ছে কোনো জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্যই এমন ফটোশুট শ্রাবন্তীর।
অভিনেত্রীর এসব ছবিতে ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করছেন। এসবের মধ্যে বেশিরভাগই প্রশংসামূলক। তবে এর আগে অনেকবার ছবি ও ভিডিও পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কিন্তু এবার আর তা হয়নি।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩