মেসির জাদুকরী ফ্রি কিকে টানা ৫ ম্যাচ জয় পিএসজির
খেলা ডেস্ক
196
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২ | ১১:১০:৪৩ এএম
শেষ কিছু দিনে দারুণ ফর্মেই আছেন লিওনেল মেসি। গোল করছেন, করাচ্ছেন; ফ্রি কিকে খরা চলছিল তার, আর্জেন্টিনার সবশেষ ম্যাচে কেটে গেছে সেটাও। এবার পিএসজির জার্সি গায়ে ফ্রি কিকে গোলের খরাটাও কাটালেন জাদুকরী এক গোলে। এরপর কিলিয়ান এমবাপের গোলে পিএসজি ২-১ ব্যবধানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল পিএসজি, উঠে এসেছে লিগের শীর্ষেও।
টেবিলের নিচের দিকের দল নিসের বিপক্ষে ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে শুরু থেকে খেলাননি কোচ ক্রিস্তোফ গালতিয়ের। লিওনেল মেসি আর নেইমারের সঙ্গে আক্রমণভাগে শুরু করেছিলেন হুগো একিতিকে। তবে শুরুতে এমবাপের অভাবটা বুঝতে দেননি মেসি। ২৮ মিনিটে ফ্রি কিকে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন তিনি, তাকে ফাউল করেন নিসের অধিনায়ক দান্তে। সেখান থেকে দারুণ এক ফ্রি কিকে পিএসজিকে এগিয়ে দেন তিনি।
মেসি জোড়া গোলের সুযোগও পেয়ে গিয়েছিলেন বিরতির একটু আগে। তার দারুণ এক শট ক্যাসপার স্মেইকেলের আঙুল ছুঁয়ে বেরিয়ে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে।
বিরতির পর অবশ্য নিসে ম্যাচে ফেরে, গায়েতান লাবোর্দের গোলে। এরপরই কোচ গালতিয়ের এমবাপেকে আনেন মাঠে। সেই এমবাপেই শেষমেশ গোলের দেখা পাইয়ে দেন পিএসজিকে। নর্ডি মুইকেলের ক্রসে ৮৩ মিনিটে গোলটি করেন তিনি। তাতেই ২-১ গোলে পিএসজি হারায় নিসে। এই গোলের ফলে পিএসজি ৯ ম্যাচে ৮ জয় ১ ড্র নিয়ে উঠে এসেছে লিগের শীর্ষে। এমবাপেও ৮ গোল নিয়ে উঠে এসেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার চূড়ায়।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩