ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, গ্রেপ্তার ৪


ডেস্ক রিপোর্ট
172

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২ | ১০:১০:১৫ এএম
তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে সর্বস্ব লুট, গ্রেপ্তার ৪ ফাইল-ফটো



রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা প্রায় তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নেয়া চক্রের মূলহোতা মো. আমির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‍্যাবের একটি দল। এ সময় লুট করা স্বর্ণ, মোবাইল ফোন এবং অজ্ঞান করতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গত ১৫ বছর ধরে তারা এ ধরনের অপরাধ করে আসছিলেন। আমির হোসেনের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত তিন শতাধিক প্রবাসীকে কৌশলে অজ্ঞান করে সর্বস্ব হাতিয়ে নিতো একটি চক্র। চক্রের মূলহোতা মো. আমির হোসেন। তার বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। আমির ও তার তিন সহযোগীকে রাজধানীর বিমানবন্দর ও কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

রোববার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় এ বিষয়ে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।


আরও পড়ুন: