২ হাজার কোটি টাকা লেনদেন ছাড়াল পুঁজিবাজারে
ডেস্ক রিপোর্ট
198
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ | ০৪:০৮:২৪ পিএম
ব্যাংক-বিমার শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৮ আগস্ট) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এদিন লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৮০ পয়েন্ট।
সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৫ কোটি টাকা। যা গত সাড়ে ১০ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ৭ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৯৭ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫টির, অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম। একইভাবে বিমা খাতের ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৩ কোম্পানির শেয়ারের দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক-বিমা কোম্পানির শেয়ারের দাম বাড়ায় চাঙা হচ্ছে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা আস্থায় ফিরছেন। ফলে লেনদেনও দ্বিগুণ হচ্ছে। ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ৫২ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার ৯২৬টি শেয়ার কেনাবেচা হয়েছে। যার মূল্য ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ ২৭ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় সাড়ে ৩শ কোটি টাকা লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২টি কোম্পানির শেয়ার। এর মধ্যে ২১৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ার দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক দশমিক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এরপর রয়েছে-বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, মালেক স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, লাফার্জহোলসিম, ইস্টার্ন হাউজিং, ম্যাকসন স্পিনিং, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের শেয়ার। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে ৩১৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ১৯৫ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৪৯০ টাকার শেয়ার।
আরও পড়ুন:
জাতীয় সম্পর্কিত আরও
সপ্তাহে শিক্ষাক্রম চলবে পাঁচ দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট সংগ্রহে এনআইডি বাধ্যতামূলক
১৫ ফেব্রুয়ারি ২০২৩
কালশী ফ্লাইওভার চালু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রাথমিকে আরো ৭ হাজার শিক্ষক নিয়োগ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩
২১ বিশিষ্টজন পাচ্ছেন একুশে পদক
১২ ফেব্রুয়ারি ২০২৩