শেষ মুহূর্তের গোলে বাজিমাত করলো স্পেন
ডেস্ক রিপোর্ট
189
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:৩১ এএম
আক্রমণ-পাল্টা আক্রমণের পরও ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত দুদলের স্কোরকার্ড ছিল গোল শূন্য। কিন্তু শেষ দিকে এসে যেন বাজিমাত করে ফেলল স্পেন। শেষ দিকে আলভারো মোরাতার একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে নেশনস লিগে টিকে রইল স্প্যানিশরা।
পর্তুগালের ব্রাগায় মঙ্গলবার দিবাগত রাতে ‘এ’ লিগের দুই নম্বর গ্রুপের শেষ রাউন্ডে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নেশন্স লিগে চার দলের ফাইনালে উঠল স্প্যানিশরা।
এদিন ম্যাচ দখলে এগিয়ে ছিল স্পেন। ৬৮ ভাগ সময় বল নিজেদের পায়ে রাখে রাখেন স্প্যানিশরা। আক্রমণে দুদলই ছিল প্রায় সমানে-সমান। কিন্তু রক্ষণ গিয়ে বারবার তালগোল পাকিয়ে ফেলেছিল তারা। তাই ৮৭ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা মেলেনি।
শেষ পর্যন্ত ম্যাচের ৮৮ মিনিটে জয় সূচক গোলটি করে স্প্যানিশদের আনন্দে ভাসান মোরাতা। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সতীর্থের পাসে অনেকটা ফাঁকা জালেই গোলটি করেন মোরাতা। তাতে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
এই নিয়ে ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো স্পেন। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে পর্তুগাল।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩