ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

মা হয়েছেন নায়িকা বুবলী!


ডেস্ক রিপোর্ট
204

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২ | ০৫:০৯:১৩ পিএম
মা হয়েছেন নায়িকা বুবলী! ফাইল-ফটো



অবশেষে মা হওয়ার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। নিজের ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা। যার একটি ছবিতে বেবিবাম্পের পোজ দিয়েছেন এই তারকা। তার পেটটিও সন্তানসম্ভবা দেখাচ্ছে।

[caption id="attachment_4888" align="alignnone" width="512"]ফেসবুক স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস[/caption]

ছবির ক্যাপশনে লিখেছেন থ্রোব্যাক আমেরিকা। আরও লিখেন, ‘আমি আমার জীবনের সঙ্গে।’

[caption id="attachment_4890" align="alignnone" width="768"]বুবলি বুবলি[/caption]

এদিকে গত কয়েক বছর ধরেই গুঞ্জন- মা হয়েছেন বুবলী। বিশেষ করে ২০২০ সালের পুরো সময় তিনি আমেরিকা ছিলেন। তখনই মা হন তিনি। শোনা যায়, শাকিব খান ও বুবলী বিয়ে করেছেন। তাদের ঘরেই সে সময় সন্তান এসেছে।

এদিকে বিষয়টি নিয়ে বুবলীকে বারবার ফোন দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

অন্যদিকে, সম্প্রতি শাকিব খানের সঙ্গে বুবলীর তিক্ততার কথাও বাতাসে ওড়ে বেড়াচ্ছে। সিনেমার তরুণ এক নায়িকাকে নিয়েই তাদের মধ্যে বিরোধ বলে জানিয়েছে তাদের একাধিক ঘনিষ্ঠজন।


আরও পড়ুন: