ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

সবার আগে সবখানে খাঁটি পণ্যের নিশ্চয়তা মানে ‘একতা মার্ট’


ডেস্ক রিপোর্ট
188

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৯:২০ পিএম
সবার আগে সবখানে খাঁটি পণ্যের নিশ্চয়তা মানে ‘একতা মার্ট’ ফাইল-ফটো



দেশের ই-কমার্স খাতে নতুন মাত্রা নিয়ে বড় পরিসরে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘একতা মার্ট’ । মার্কেটিং সেবা প্রদানকারী দেশের অন্যতম প্রতিষ্ঠান মনির গ্রুপের উদ্যোগে ক্রেতাদের সুবিধা দিয়ে যাচ্ছে এই ই-কমার্স সাইটটি। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং দেশের ক্রেতাদের ই-কমার্স সেবা ক্রেতাদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বিপুল সংখ্যক পণ্যের সমাহার নিয়ে একতা মার্ট দৃঢ় প্রতিজ্ঞ।

একতা মার্ট থেকে ক্রেতারা পাচ্ছে আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য। আমাদের নিজস্ব উৎপাদিত পণ্যের মধ্যে আছে সরিষার তেল, খাঁটি গাওয়া ঘি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এ সকল পণ্য খবু সহজে অনলাইন অর্ডারে মাধ্যমে পেয়ে যাচ্ছেন একতা মার্টে।

ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে একতা মার্ট দিচ্ছে দুটি ভাগে কম্বো অফার। যেখানে আমাদের নিজস্ব উৎপাদিত পণ্য সরবরাহ করা হবে।

কম্বো ১- সরিষার তেল ১লি, খাঁটি গাওয়া ঘি ৫০০ গ্রাম, হলুদের গুঁড়া ৫০০ গ্রাম, মরিচের গুঁড়া ৫০০ গ্রাম, জিরা গুঁড়া ৫০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ৫০০ গ্রাম। এ সকল পণ্য পেয়ে যাচ্ছেন মাত্র ১৬৯৯ টাকায়।

[caption id="attachment_4519" align="alignnone" width="1280"]ক্যাপিটাল নিউজ ক্যাপিটাল নিউজ[/caption]

কম্বো ২-  হলুদের গুঁড়া ৫০০ গ্রাম, মরিচের গুঁড়া ৫০০ গ্রাম, জিরা গুঁড়া ৫০০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ৫০০ গ্রাম। এ সকল পণ্য পেয়ে যাচ্ছেন মাত্র ৮৯৯ টাকায়।

আপনার পছন্দের কম্বো অফারটি প্রি-অর্ডার করার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে ০১৯০৬২৯৭৯৫৫।

এছাড়াও আমাদের একতা মার্ট ফেইসবুক পেইজ ভিজিট করতে ক্লিক করুন এখানে।


আরও পড়ুন: