ভক্তের পা ছুঁলেন ঋত্বিক
ডেস্ক রিপোর্ট
199
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২ | ০৩:০৮:০৩ পিএম
বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন ব্যক্তিত্বে জন্য দারুণ প্রশংসিত। তার অমায়িক ব্যবহারে সবসময়ই মুগ্ধ হন ভক্তরা। সম্প্রতি একটি ফিটনেস ইভেন্টে উপস্থিত হয়ে তিনি আবারো সবাইকে মুগ্ধ করলেন, পেলেন ভালোবাসা। শনিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত মুম্বাইয়ের ওই ইভেন্টটিতে ঋত্বিকের কাছ থেকে উপহার নেওয়ার জন্য একজন ভক্তকে মঞ্চে ডাকা হয়। প্রিয় অভিনেতাকে সামনে পেয়ে ওই ভক্ত ঋত্বিকের পা ছুঁয়ে স্পর্শ করেন। সঙ্গে সঙ্গে এই তারকাও ভক্তের পা ছুঁয়েছেন। সে সময়কার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নিরহংকারী এই অভিনেতার এমন ব্যবহার দেখে নেটিজেনরা প্রশংসার ফুলঝুরিতে ভরিয়েছেন। এক অনুরাগী ভিডিওতে মন্তব্য করেন, ‘ঋত্বিক রোশন আপনি খুব মিষ্টি। ’ এছাড়া অনেকে তাকে ‘খুব ভালো সুপারস্টার’ এবং ‘সবচেয়ে নম্র সুপারস্টার’ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, ঋত্বিক রোশন অভিনীত ‘বিক্রম বেদা’ সিনেমাটি মুক্তির প্রতীক্ষায় রয়েছে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই সিনেমায় ঋত্বিকের সঙ্গে রয়েছেন সাইফ আলী খান। এতে গ্যাংস্টার বেদার চরিত্রে দেখা যাবে ঋত্বিককে। সাইফ রয়েছেন পুলিশ অফিসারের চরিত্রে। এটি তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক। এটি ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩