ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

এশিয়া কাপে বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক আফিফ


খেলা ডেস্ক
195

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ | ১১:০৮:৩৩ পিএম
এশিয়া কাপে বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক আফিফ ফাইল-ফটো



স্পোর্টস ডেস্ক: টেস্টে সহ-অধিনায়ক থাকলেও সীমিত ওভারের বাকি দুই সংস্করণে সহ-অধিনায়ক পদটা ফাঁকা রেখেছিল বিসিবি। এ নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে বিস্তর। অবশেষে টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক পদ ফিরিয়ে আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলমান এশিয়া কাপের জন্য আফিফ হোসেনকে দেওয়া হলো এই দায়িত্ব।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফিফকে সহ-অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তিনি এশিয়া কাপে অধিনায়ক সাকিব আল হাসানের সহকারী হিসেবে কাজ করবেন। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার আফিফের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০১৮ সালে। এখন পর্যন্ত এই সংস্করণে ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি।


আরও পড়ুন: