মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে বড় জয়
খেলা ডেস্ক
197
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১১:০৯:১৭ এএম
লিওনেল মেসির জোড়া গোলে হন্ডুরাসের বিপক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ও পরে ৬৯ মিনিটে দ্বিতীয় গোল করেন মেসি। এর আগে খেলার ১৬ মিনিটে আলবিসেলেস্তের পক্ষে প্রথম গোল করেন লরাতো মার্টিনেজ।
এই জয়ের ফলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে এই জয়ে দুটি গোল করার পাশাপাশি অপর গোলেও অবদান রয়েছে মেসির।
খেলার ১৬ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাপু গোমেজের সামনে বল বাড়িয়ে দেন মেসি। এসময় সেভিল্লার এই তারকা বল লরাতো মার্টিনেজে উদ্দেশে বাড়িয়ে দেন। এরপর দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মার্টিনেজ।
আর্জেন্টিনার জিওভানি লো সেসলোকে ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এই পেনাল্টি থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে এটি মেসির ৮৭তম গোল।
আর্জেন্টিনা ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধে সমানতালে হন্ডুরাসকে চাপে রাখে মেসি-বাহিনী। এরপর খেলার ৬৯ মিনিটে এনজো ফার্নান্দেজ বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন লিও। এতে ৩-০ গোলের লিড পায় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ৩-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩