ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

যেভাবে হলিউডে আলিয়া


ডেস্ক রিপোর্ট
195

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ | ০৯:০৮:৫৫ পিএম
যেভাবে হলিউডে আলিয়া ফাইল-ফটো



নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ সিনেমার মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ভাটের। গেল জুলাই মাসে যার শুটিংও শেষ করেছেন আলিয়া। আসন্ন এই ছবিটিতে আলিয়াকে অভিনয় করতে দেখা যাবে ‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত তারকা গাল গাদোতের সঙ্গে। কিন্তু কীভাবে আলিয়া সুযোগ পেলেন হলিউডের ছবিতে কাজ করার? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই জানিয়েছেন আলিয়া। আলিয়া জানিয়েছেন, ‘হার্ট অব স্টোন’এ গাল গাদোত অভিনয় করছেন সেটি শুনেই ছবিটির চিত্রনাট্যে সম্পর্কে জানতে আগ্রহী হয়ে পড়েছিলেন আলিয়া। তিনি আরও জানান, “জুম মিটিংয়েই পরিচালকের মুখোমুখি হই। জুমকে ধন্যবাদ, শুধু এ কারণেই অনেক কিছু সম্ভব হয়েছে। আমি চিত্রনাট্য পড়েছিলাম। আর শুনেছিলাম গাল গাদোত এতে অভিনয় করবেন, প্রযোজনাও করছেন। যা নিয়ে আমি অত্যন্ত উত্তেজিত ছিলাম, কারণ আমি বরাবরই তার কাজের বড় ভক্ত।” [caption id="attachment_2664" align="aligncenter" width="602"] আলিয়া-গাল গাদোত[/caption]   গেল জুলাই মাসেই শেষ হয়েছে ‘হার্ট অব স্টোন’-এর শুটিং। যেখান থেকে ফিরে এসেই আপাতত বিশ্রামে রয়েছেন আলিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন ছবির জন্য দৌড়ঝাঁপ করেছেন অভিনেত্রী। তবে জানান, ইউনিটের সদস্যরা এতই সহযোগিতা করেছেন যে কোন অসুবিধা হয়নি। টম হারপার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করেননি নির্মাতারা।


আরও পড়ুন: