ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

সাফ চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস ছাড়াও যেভাবে বরণ করে নেয়া হবে


ডেস্ক রিপোর্ট
193

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৯:১৮ পিএম
সাফ চ্যাম্পিয়নদের ছাদ খোলা বাস ছাড়াও যেভাবে বরণ করে নেয়া হবে ফাইল-ফটো



স্বাগতিক নেপালের বিপক্ষে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগের দিন বাংলাদেশ দলের ফুটবলার সানজিদা আখতার এক ফেসবুক পোস্টে লিখেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’

ফাইনালে ঠিকই শিরোপা জিতেছেন সানজিদা-সাবিনারা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার শিরোপা নিয়ে দেশে ফেরার পালা তাদের। আর সানজিদার আক্ষেপও ঘুছাবে দেশার পা রাখার সঙ্গে সঙ্গে। কারণ তাদের জন্য ছাদখোলা বাস যে প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে নেপালের কাঠমান্ডু থেকে রওয়ানা হবেন চ্যাম্পিয়নরা। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাদের।

বিমানবন্দরে পৌঁছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি ডাবল ডেকার ছাদখোলা বাস চড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে যাবে তারা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাফুফের যৌথ ব্যবস্থাপনায় হবে এই আয়োজন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

তিনি বলেন, ‘কালকে (বুধবার) দুপুর ১টা ৫০ মিনিটে বাংলাদেশ দল হজরত শাহজালাল বিমানবন্দরে নামবে। সেখানে ক্রীড়া মন্ত্রী, সচিব ও বাফুফে কর্মকর্তারা মেয়েদের অভ্যর্থনা জানাবেন। এসব নিয়ে সিভিল এভিয়েশনের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে আমাদের। আমরা মেয়েদের ফুল দিয়ে বরণ করে নেব, মিষ্টি মুখ করাব। তার পর হয়তো প্রেস ব্রিফিং হবে।’

আবু নাঈম সোহাগ বলেন, ‌এরপর ছাদ খোলা বাসে তারা আসবে। বাস কনফার্ম করা হয়েছে, ব্র্যান্ডিংয়ের কাজ চলছে। সাউন্ড সিস্টেমে ফুটবল বা ক্রীড়া বিষয়ক গানগুলি বাজবে। সেই বাসে করে আমাদের বীর ফুটবলাররা মতিঝিলে বাফুফে ভবনে আসবে। এখানে সভাপতি ফুল দিয়ে বরণ করবেন। এরপর হালকা রিফ্রেশমেন্ট, ফটোসেশন দিয়ে আপাতত সংবর্ধনা শেষ হবে।’

চ্যাম্পিয়নদের ছাদখোলা বাস বিমানবন্দর থেকে  কাকলি হয়ে, মহাখালি ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় সরণী হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইল যাবে। সেখান থেকে ফকিরেরপুল, আরামবাগ, শাপলা চত্বর হয়ে মতিঝিলে বাফুফে ভববে পৌঁছবে।

ট্রাফিক ভবনের সঙ্গে কথা বলে এই পথের ব্যবস্থাপনা চূড়ান্ত করা হবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চ্যাম্পিয়ন দলকে নিয়ে ‘থিম সং’ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।


আরও পড়ুন: