ক্রীড়া মন্ত্রণালয়ে সানজিদাদের আক্ষেপের সমাধানে পরিকল্পনা চলছে
খেলা ডেস্ক
192
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:৫২ পিএম
প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের এই সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে পুরো দেশ। সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের। এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল সাংবাদিকদের বলেন, ‘নারী ফুটবল দল দেশকে যে সাফল্য এনে দিয়েছে তা অবিস্মরণীয়। এটা বাংলাদেশের জন্য গর্বের। তারা অপরাজিত চ্যাম্পিয়ন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা কোনো বাসে সংবর্ধনা দেওয়া হবে না। তারপরও তারা দেশের জন্য শিরোপা জিততে চায়। তার এ আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করব।’ ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এরই মধ্যে যোগাযোগ শুরু করেছি। আমরা আশা করছি দ্রুত একটি ছাদখোলা বাসের ব্যবস্থা করব। এয়ারপোর্টে সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে করে আমরা তাদের বাফুফে ভবনে নিয়ে যাব।’ এদিকে দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজের দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাগতিক নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেন সাবিনা-কৃষ্ণারা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩