খাবার ধীরে ধীরে খাওয়ার উপকারিতা
ডেস্ক রিপোর্ট
186
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:২০ পিএম
ফাইল-ফটো
কাজের তাড়নায় বা ব্যস্ততার কারণে আমরা সবসময়ই খাবার খাই দ্রুত। তবে দ্রুত খাবার খেলে শরীরের ওজন এবং মেদ বাড়ে বলেই মন্তব্য বিশেষজ্ঞদের। অপরদিকে খাবার যদি আস্তে আস্তে খাওয়া যায়, তবে এর ফলে যেমন অতিরিক্ত ওজন বাড়ে না, তেমনি রয়েছে আরও বেশকিছু উপকার।
চলুন দেখে নেওয়া যাক আস্তে খাওয়ার গুণ কী কী, কোন কোন কারণে আস্তে আস্তে খেলে ওজন বৃদ্ধি হয় না-
- বেশি পুষ্টি: খওয়ার সময় খাবার আস্তে খেলে অনেক বেশি পরিমাণে খাদ্য হজম করতে পারে শরীর। ফলে শরীরে মেদ কম জমে।
- মন ভালো থাকে: শুনে অবাক লাগলেও কথাটা সত্যি। তাড়াহুড়ো করে খেলে উদ্বেগের পরিমাণ বাড়ে। অন্যদিকে, আস্তে আস্তে খেলে মন ভালো থাকে। তাতে ওজন বৃদ্ধি হয় না।
- হজম ভালো: বেশি করে চিবিয়ে খাচ্ছেন? তাতে খাবার হজমও হয় ভালো। খাবার যত বেশিক্ষণ মুখে থাকে, ততই তার মধ্যে থাকা চর্বি বা স্নেহপদার্থ ক্রমশ হজম হতে থাকে।
- ক্যালোরি কমানো: বেশি চিবিয়ে খেলে মুখের ব্যায়াম হয়। তাতে কিছু মেদ তো কমেই।
তাই দ্রুত খাবার খাওয়ার তুলনায় ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করাই সব থেকে উত্তম।
আরও পড়ুন:
জীবনযাপন সম্পর্কিত আরও
পণ্যের পর্যাপ্ত মজুত থাকায় রমজানে মূল্য থাকবে স্বাভাবিক
০৬ ফেব্রুয়ারি ২০২৩
পৃথিবী থেকে হঠাৎ হারিয়েছিল অক্সিজেন
১০ নভেম্বর ২০২২
যেসব কর্মকান্ডে অসুখী পরিবার চিনতে পারবেন
০৯ নভেম্বর ২০২২
ঢাকার যেসব এলাকায় ২ ঘন্টা করে থাকবে না বিদ্যুৎ
০৮ নভেম্বর ২০২২
ব্যর্থ মানুষের ৬টি কাজ
০৫ নভেম্বর ২০২২
মিরপুরে ছিনতাইকারীর কবলে তিন ভাই
০৩ নভেম্বর ২০২২