ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩

দুর্ঘটনার মুখে অভিনেত্রী কেট উইন্সলেট ভর্তি হাসপাতালে


ডেস্ক রিপোর্ট
192

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৯:৩৩ পিএম
দুর্ঘটনার মুখে অভিনেত্রী কেট উইন্সলেট ভর্তি হাসপাতালে ফাইল-ফটো



ব্রিটিশ পত্রিকা মিররের খবরে বলা হয়েছে, কেট শুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান। পরে তাকে তড়িঘড়ি করে কাছের হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, ক্রোয়েশিয়ায় হিস্টোরিক্যাল ড্রামা 'লি'র শুটিং করছিলেন ৪৬ বছর বয়সী কেট। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন অস্কারজয়ী এ অভিনেত্রী।

এদিকে কেটের এক প্রতিনিধি জানিয়েছেন, তার অবস্থা এখন অনেকটাই ভালো এবং শিগগিরই তিনি আবার সেটে ফিরবেন। অন্য আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, কেটের পা পিছলে গিয়েছিল এবং প্রডাকশনের প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ভালো আছেন এবং পরিকল্পনা অনুযায়ী এ সপ্তাহেই কাজে ফিরবেন।

ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’র শুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্রসাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটি পরিচালনা করছেন এলেন কুরাস। কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।


আরও পড়ুন: