ভেঙে গেলো র্যাম্বোর ২৫ বছরের সংসার
ডেস্ক রিপোর্ট
198
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ | ০১:০৮:১৫ এএম
‘র্যাম্বো’ সিনেমাখ্যাত হলিউড তারকা অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। স্ত্রী জেনিফার ফ্ল্যাভিনের সঙ্গে তার ২৫ বছরের সংসার ভাঙছে। হলিউড ভিত্তিক সংবাদ মাধ্যম পেজ সিক্স খবরটি নিশ্চিত করেছে। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট পাম বিচ কাউন্টিতে সিলভেস্টারের সঙ্গে ডিভোর্সের আবেদন করেছেন জেনিফার। ডিভোর্স আবেদনে তিনি দাবি করেছেন, সিলভেস্টার তাদের দু’জনের যৌথ সম্পদ থেকে অর্থ অহেতুক খরচ করছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এই অভিনেতা। স্ত্রীর ডিভোর্স আবেদনের খবরটি শুনে নাকি বেশ মর্মাহত হয়েছেন তিনি। সম্প্রতি ৭৬ বছর বয়সী সিলভেস্টার বাড়িতে একটি নতুন কুকুর নিয়ে আসেন। এটি নিয়ে স্ত্রীর সঙ্গে তার তর্ক শুরু হয়। তার স্ত্রী চাইছিলেন না, কুকুরটি বাড়িতে থাকুক। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এরপরই ডিভোর্সের সিদ্ধান্ত নেন জেনিফার। সিলভেস্টারের তৃতীয় স্ত্রী জেনিফার। এর আগে ১৯৭৪ সালে সাশা জাককে বিয়ে করেন এই অভিনেতা। কিন্তু ১৯৮৫ সালে তাদের ডিভোর্স হয়। এরপর ব্রাইটি নেলসনকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারও ভেঙে যায়। ১৯৯৭ সালে জেনিফারকে বিয়ে করেন এই অভিনেতা। এই দম্পতির তিন মেয়ে— সোফিয়া, সিসটাইন ও স্কারলেট।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩