ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

২০২২-২৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগ: একই গ্রুপে বার্সা-বায়ার্ন


খেলা ডেস্ক
203

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২ | ১২:০৮:০৯ এএম
২০২২-২৩ মৌসুম চ্যাম্পিয়নস লিগ: একই গ্রুপে বার্সা-বায়ার্ন ফাইল-ফটো



২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পিএসজির গ্রুপসঙ্গী হয়েছে জুভেন্টাস। বৃহস্পতিবার (২৫ আগস্ট) তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। আগামী মৌসুমের চূড়ান্ত পর্বে খেলবে ৩২ ক্লাব। এর মধ্যে ২৬টি ক্লাব সরাসরি জায়গা করে নিয়েছে মূল পর্বে। রিয়াল মাদ্রিদ খেলছে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। আর গত ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে খেলছে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। বাকি ছয় দল বাছাই পর্ব পেরিয়ে মূল আসরের টিকিট কেটেছে। আজ ড্র অনুষ্ঠানে ৩২টি দলকে চারটি পটে রাখা হয়েছিল। ড্র শেষে তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়। আগামী মৌসুমের মূল পর্ব শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর। ২০২৩ সালের ১০ জুন ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে হবে আসরের ফাইনাল। চ্যাম্পিয়নস লিগে কে কোন গ্রুপে: গ্রুপ-এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স। গ্রুপ-বি: পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, ক্লাব ব্রুগে। গ্রুপ-সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন। গ্রুপ-ডি: ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, অলিম্পিক মার্সেই। গ্রুপ-ই: এসি মিলান, চেলসি, রেড বুল সালজবুর্গ, দিনামো জাগরেব। গ্রুপ-এফ: রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখতার দোনেস্ক, সেলটিক। গ্রুপ-জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেন। গ্রুপ-এইচ: পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা।


আরও পড়ুন: