ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

কাবাডি খেলোয়াড়দের টয়লেটের মেঝেতে খাবার দেওয়া হয় (ভিডিও)


খেলা ডেস্ক
203

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৯:২৪ পিএম
কাবাডি খেলোয়াড়দের টয়লেটের মেঝেতে খাবার দেওয়া হয় (ভিডিও) ফাইল-ফটো



বিশাল এক থালাভর্তি ভাত পড়ে আছে টয়লেটের মেঝেতে। সেখান থেকেই খাবার নিয়ে খাচ্ছেন কাবাডি খেলোয়াড়রা। এমন এক ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতে সাহারানপুরের একটি স্পোর্টস স্টেডিয়ামের এমন কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেশটিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জুনিয়র খেলোয়াড় অভিযোগ করেছেন, সাহারানপুর জেলায় তিন দিনের রাজ্য স্তরের অনূর্ধ্ব-১৭ মেয়েদের কাবাডি টুর্নামেন্টে অংশ নিচ্ছে এমন প্রায় ২০০ জন খেলোয়াড়কে সেই টয়লেটের মেঝেতে পড়ে থাকা ভাতই পরিবেশন করা হয়েছে।

যদিও এমন অভিযোগ উড়িয়েই দিয়েছেন সাহারানপুরের ক্রীড়া কর্মকর্তা অনিমেষ সাক্সেনা। তার দাবি এমন দাবিসম্পূর্ণ ভিত্তিহীন সাক্সেনার ভাষ্য, ‘এখানে খেলোয়াড়দের যে খাবার পরিবেশন করা হয় তা ভালো মানের।

[embed]https://twitter.com/TOILucknow/status/1571344673704407040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571344673704407040%7Ctwgr%5Ea05443ec2ff15cae59a377b9a17aa226007940dd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2Fothers%2F142337[/embed]

সেই খেলোয়াড় অবশ্য আরও দাবি করেছেন, ‘সুইমিং পুলের কাছে একটি ইটের চুলায় বড় পাত্রে ভাত, ডাল সবজি রান্না করা হয়েছিল। পাত্র থেকে রান্না করা ভাত একটি বড় প্লেটে বের করে তার গেটের কাছে টয়লেটের মেঝেতে রাখা হয়েছিল। শুক্রবার দুপুরের খাবারে খেলোয়াড়দের এই ভাত পরিবেশন করা হয়।

এখানেই শেষ নয়। সেই ভিডিওতে দেখা যায়, ভাতের প্লেটের পাশে সেই টয়লেটের মেঝেতেই এক টুকরো বড় কাগজে বেশ কিছু পুরি পড়ে ছিল। সে দৃশ্যটা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়। সেটা নিয়ে ভারতে চাঞ্চল্যকর পরিস্থিতিই সৃষ্টি হয়েছে।

কয়েকজন খেলোয়াড় বিষয়টি স্টেডিয়ামের এক কর্মকর্তাকে জানান। সেই কর্মকর্তা ক্রীড়া কর্মকর্তা অনিমেষ সাক্সেনাকে ব্যাপারে জানান, যিনিরাঁধুনিদের তিরস্কার করেছিলেনবলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। অথচ সেই তিনিই কি-না পরে বিষয়টি পুরোভিত্তিহীনবলে উড়িয়ে দিয়েছিলেন!


আরও পড়ুন: