জন্ম থেকে যে বাছুরের পা পাঁচটি
ডেস্ক রিপোর্ট
197
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৩৫ এএম
নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ পায়ের একটি বাছুরের জন্ম হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী এলাকার সহকারী শিক্ষক সামছুজ্জামান শাহিনের একটি গাভি ওই বাছুরটির জন্ম দেয়। খবরটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাছুরটিকে দেখতে ভিড় জমায়।
গরুর মালিক সামছুজ্জামান শাহিন জানান, দুপুরে আমার গাভিটি একটি বাছুর জন্ম দেয়। সদ্য জন্ম নেয়া বাছুরটির পাঁচটি পা রয়েছে। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের ওপর থেকে আরেকটি অতিরিক্ত পা দেখা যায় বাছুরটির। তবে চিকিৎসক জানিয়েছেন, পাঁচ পা থাকার পরও কোনো সমস্যা নেই। বাছুরটি সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এমটা খুব কম দেখা যায়। তবে বাছুরটির ৫টি পা হলেও কোনো সমস্যা হবে না; শরীরের সব অঙ্গ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। তবে ওই পা বাড়বে না।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩