ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৭ ফেব্রুয়ারি ২০২৩

খুঁটিতে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু


ডেস্ক রিপোর্ট
281

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:২৪ এএম
খুঁটিতে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ফাইল-ফটো



কুমিল্লার লাকসাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভৈষকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালমাই উপজেলার আলীশ্বর গ্রামের মো. শান্ত (২৫) একই এলাকার চয়ন (২২)

লালমাই হাইওয়ে ক্রসিং থানার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘শনিবার রাতে নিহতরা মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। সময় ভৈষকপালিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দিকনির্দেশনার খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরও পড়ুন: