ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩

৪১তম বিসিএসের ফল প্রকাশ


ডেস্ক রিপোর্ট
192

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:৪০ পিএম
৪১তম বিসিএসের ফল প্রকাশ ফাইল-ফটো



চলতি সপ্তাহে ৪১তম বিসিএসের ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে নির্ভুল ফল হাতে না আসা পর্যন্ত আমরা প্রকাশ করব না বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শনিবার দুপুরে ৪১তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, এই সপ্তাহেই ফল প্রকাশের জন্য সর্বাত্মক চেষ্টা করছি আমরা। তবে কোনো দিন প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে বলা যাবে না।

আশা করছি রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশ করতে পারব।

তিনি আরও বলেন, বিসিএস’র ফল খুব সেনসিটিভ একটি ইস্যু, যেটি ভুল রেখে প্রকাশ করা যাবে না। নির্ভুল ফল হাতে না আসা পর্যন্ত আমরা প্রকাশ করব না। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে।

পিএসসির তথ্য মতে, ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২৪ দশমিক ৬২ শতাংশ।


আরও পড়ুন: