জোকোভিচের ইউএস ওপেনের আশা শেষ
ডেস্ক রিপোর্ট
187
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ০৪:০৮:৪৫ পিএম
নোভাক জোকোভিচের ইউএস ওপেনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল আগে থেকেই। খানিকটা যা আশা ছিল, তাও এবার শেষ হয়ে গেল। সার্বিয়ান এই তারকা নিজেই নিশ্চিত করলেন, বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে যাওয়া হচ্ছে না তার। টু্ইটারে বৃহস্পতিবার দেওয়া বার্তায় নির্দিষ্ট করে কোনো কারণ অবশ্য জানাননি তিনি। তবে সেটা অনেক আগে থেকেই বেশ পরিষ্কার। কোভিড টিকা না নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না জোকোভিচ। “দু:খের বিষয় হলো, এবার ইউএস ওপেনে খেলতে আমি নিউ ইয়র্কে যেতে পারছি না। সেখানে সব খেলোয়াড়কে শুভ কামনা জানাই! আশা করি, আমি ভালো অবস্থায় ও ইতিবাচক মানসিকতায় থাকব এবং আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগের অপেক্ষায় থাকব।” যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদেরকে যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে এবং দেশটিতে ঢুকতে টিকার পূর্ণ ডোজ নেওয়ার প্রমাণ দেখাতে হবে। ফলে আগামী সোমবার শুরু হতে যাওয়া ইউএস ওপেনে জোকোভিচের খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা অবশ্য শুরু থেকেই বলে আসছেন, টিকা না নেওয়ার জন্য গ্র্যান্ড স্ল্যাম মিস করতেও প্রস্তুত তিনি। তবে গত মাসে আশায় বুক বেঁধে বলেছিলেন, ‘কিছু ভালো খবর’ পাওয়ার অপেক্ষা করছেন। ইউএস ওপেনের ড্রয়ের তালিকায় অবশ্য ছিলেন তিনি। তাতেও জেগেছিল আশা। শেষ পর্যন্ত সবই ভেস্তে গেল। টিকা না নেওয়ার কারণেই বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জোকোভিচ। সেখানে গিয়েও অনেক টানাপোড়েনের পর না খেলেই অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। ইউএস ওপেনে তিনবারের চ্যাম্পিয়ন জোকোভিচ ছাড়াও খেলতে পারছেন না ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার। চোটের কারণে দীর্ঘদিন ধরে কোর্টের বাইরে আছেন সুইস তারকা।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩