‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না’
ডেস্ক রিপোর্ট
213
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০১:০৯:৪৯ পিএম
তিনজনের নাম উল্লেখ করে ‘ওরা আমাকে বাঁচতে দিলো না’, এমন সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তনুশ্রী নামের এক কলেজ শিক্ষার্থী। খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা এ তথ্য জানিয়েছেন।
ঘটনাটি ঘটেঠে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে। আত্মহত্যা করা তনুশ্রী কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের দিপক মাঝির মেয়ে। সে গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
আত্মহননের পথ বেছে নেয়ার আগে কলেজ শিক্ষার্থী তনুশ্রী একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে লেখা, ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পিছনে খুব ভালোমতো লাগিছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। আলিফ, মিহির, শুভ ওরা আমাকে বাঁচতে দিলো না।’
তনুশ্রীর বাবা দীপক মাঝি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানতে পারেন তার মেয়ে গলায় দড়ি দিয়েছে। দ্রুত বাড়িতে এসে মেয়ের ঘরে দরজা দেয়া দেখতে পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মরদেহ বেডে শোয়ানোর সময় মোবাইল দিয়ে চাপা একটি কাগজ দেখতে পান। ওই কাগজে তিনজনের নাম লেখা ছিল।
আমাদী পুলিশ ফাঁড়ির আইসি মো. মনিরুজ্জামান বলেন, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট পেয়েছি। আত্মহত্যার বিষয়ে কারো প্ররোচনা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা জানান, বৃহস্পতিবার বিকালে তনুশ্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। আত্মহত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আরও পড়ুন:
বাংলাদেশ সম্পর্কিত আরও
ট্রেন লাইনচ্যুত, খালে ৪০ হাজার লিটার তেল
১৬ ফেব্রুয়ারি ২০২৩
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন টেকনাফগামী জাহাজের যাত্রীরা
১৫ ফেব্রুয়ারি ২০২৩
চুয়াডাঙ্গায় বাউলদের আখড়াবাড়িতে দুর্বৃত্তের হামলা, অগ্নিসংযোগ
০৮ ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা সিএমএম আদালত ভবনে আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সবচেয়ে দীর্ঘ রানওয়ে হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে
০৭ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
০৭ ফেব্রুয়ারি ২০২৩