বার্সেলোনাকে অনেক পছন্দ করে সিলভা: পেপ গুয়ার্দিওলা
খেলা ডেস্ক
201
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২ | ০৩:০৮:১৩ পিএম
বের্নার্দো সিলভাকে বার্সেলোনা দলে টানতে চায় বলে শোনা গেলেও এর কোনো শক্ত ভিত এতদিন পায়নি। তবে আলোচনা থেমে নেই। আর তাতে নতুন জ্বালানি যোগ করলেন স্বয়ং ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। বললেন, তিনি খুব করে চান সিলভা যেন সিটিতেই থাকে। তবে একই সঙ্গে জানালেন, জোর করে কাউকে ধরে রাখতে চান না ক্লাবে। গত কয়েক সপ্তাহ ধরে অনেক সংবাদমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে খবর আসছে, মাঝমাঠের শক্তি আরও বাড়াতে সিটির সিলভাকে দলে টানার চেষ্টা করছে বার্সেলোনা। এক চ্যারিটি ম্যাচে বুধবার মুখোমুখি হয় এই দুটি দল। ৩-৩ ড্রয়ের পর সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। একটু ঘুরিয়ে স্প্যানিশ এই কোচও যেন সিলভার সিটি ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। বললেন, বার্সেলোনাকে অনেক পছন্দ করে সিলভা। “সিলভাকে পাওয়ার আশা তারা যেন ছেড়ে দেয়, বার্সেলোনাকে এটা বলার মতো আমি কেউ না। আমরা চাই, সে আমাদের সঙ্গেই থাকুক। তবে আমি এমন কাউকে দলে চাই না যে এখানে অসুখী। সবার আগে দুই ক্লাবের সমঝোতায় আসতে হবে, কিন্তু গত দুই বছরে তার জন্য কোনো প্রস্তাব আসেনি। সে চলে যাক, এমনটা আমি চাই না। সে দুর্দান্ত এক খেলোয়াড় এবং দারুণ একজন মানুষ…চলতি দলবদলে আর মাত্র ৭-৮ দিন বাকি আছে। এই সময়টা আমাদের পার করে দিতে হবে। আমি চাই, সে এখানেই থাকুক। তবে বের্নার্দো যে বার্সেলোনাকে অনেক পছন্দ করে, সেটা সত্যি।” সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ শাভির পাশে বসে গুয়ার্দিওলা শেষে এটাও বললেন, ২০১৭ সালে মোনাকো থেকে সিটিতে আসা সিলভার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত সিটির ওপরই নির্ভর করছে। এবারের প্রিমিয়ার লিগে প্রথম তিন রাউন্ডে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। আগামী শনিবার পরের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা। তিন ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩