সীমিত আয়ে সংসার খরচ বাঁচাবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট
193
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:৪৯ এএম
ফাইল-ফটো
জীবন প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে। বাড়ছে সবকিছুর দাম। অনেক পরিবারেই এখন একই চিন্তা। কীভাবে সংসার সামলাবেন? সীমিত আয়ে সংসার চালাতে গেলে কিছু অভ্যাস বাদ দেওয়া যেতে পারে। কিছু বিষয় ভিন্নভাবে সামলানো যায়। কীভাবে সংসারের খরচ কমাবেন? তার জন্য প্রয়োজন কিছু নিয়ম।
- খরচের হিসাবঃ মাত্র ৫ থেকে ১০ টাকা ভেবে তার হিসাব অনেকেই রাখেন না। চা কিংবা কফির খরচকে ব্যয়ের খাতে ধরেন না। অথচ ছোট অংকের এই খরচগুলোই মাস শেষে বড় আকার ধারণ করে। তাই প্রতিদিনের খরচের হিসাব রাখুন। প্রয়োজনে খাতায় লিখে রাখুন। এতে মাসের শেষে বুঝতে পারবেন কোন খাতে কত খরচ করেছেন আপনি। কোন খরচটি কমানো সম্ভব তাও জানতে পারবেন।
- সাইকেলে চড়ার অভ্যাস করুনঃ বাড়ির বাইরে বের হলে কিংবা কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে রিকশা বা বাস ব্যবহার করেন অনেকে। ১০ কিলোমিটারে কম পথ হলে কিন্তু সহজেই সাইকেল চালিয়ে যেতে পারেন। এতে শারীরিক ব্যায়াম যেমন হবে, তেমনি বাঁচবে ভাড়াও।
- মূল্যছাড়ের দোকান থেকে কেনাকাটা করুনঃ দামি ব্র্যান্ডের পোশাক পরতে কার না ভালো লাগে। কিন্তু প্রসঙ্গ যখন সংসারের খরচ কমানো, তখন এটি কিছুদিন এড়িয়ে চলতে পারেন। নামকরা ব্র্যান্ডের পোশাক না কিনে কিছুটা কমদামি পোশাক কিনুন। সুপার মার্কেট থেকে প্রয়োজনীয় জিনিস না কিনে বাজার থেকে কেনাকাটা করুন। এতে মাসের খরচ কমবে।
- বাসার খাবার অফিসে খানঃ যদি কর্মক্ষেত্রে খাওয়ার ব্যবস্থা থাকে তবে তো হলোই। কিন্তু সেই ব্যবস্থা না থাকলে অনেকে হোটেলে দুপুরের খাবার খেয়ে থাকেন। বাসা থেকে দুপুরের খাবার নিতে চেষ্টা করুন। খরচ কিছুটা হলেও কমবে।
- মাটির ব্যাংকে টাকা জমানঃ এখন আর মাটির ব্যাংকে টাকা জমানোর চল নেই। তবে এটি কিন্তু অর্থ জমানোর ক্ষেত্রে বেশ কার্যকর। একটি মাটির ব্যাংক বা জারে রোজ কিছু টাকা জমান। মাসশেষে কিছুটা সঞ্চয় হবে।
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোনঃ সংসারের খরচ কমাতে চাইলে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। ঘর থেকে অল্প সময়ের জন্য বের হলেও বাতি নিভিয়ে রাখুন। এসির মাত্রা অল্প কমান। অপ্রয়োজনে বাহারি বাতি জ্বালানো বন্ধ করুন। সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিংস বাতি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ বিল কমে আসবে।
- বাইরে খাওয়া কমানঃ প্রিয়জনের সঙ্গে ডিনার ডেট বা বন্ধুদের সঙ্গে হ্যাং আউটে যেতে পছন্দ করেন। সংসারের খরচ কমাতে চাইলে, এটি বাদ দেওয়ার বিকল্প নেই। বাইরে খাবারের একটি বড় বিল চলে আসে। তার চেয়ে বরং ঘরে কিছু রান্না করে খান। এতে টাকা বাঁচবে।
সংসারে নানা খরচ থাকবেই। কোনটি অবশ্যই প্রয়োজনীয় আর কোনটি না হলেও চলে তার তালিকা করুন। খরচের ব্যাপারে কিছুটা সাশ্রয়ী হোন। এতে সংসার সামলানো সহজ হবে।
আরও পড়ুন:
অন্যান্য সম্পর্কিত আরও
যেমন ছিল নবীজি (সা.)-এর বিনয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৬ ফেব্রুয়ারি ২০২৩
মিঙ্গেল নয় সিঙ্গেল থেকেও জীবন উপভোগ করা যায়!
১৫ ফেব্রুয়ারি ২০২৩
ইতিহাসের পাতায় আজকের দিন
১৪ ফেব্রুয়ারি ২০২৩
আজ সুন্দরবন দিবস
১৪ ফেব্রুয়ারি ২০২৩
কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে যে সুরা পাঠ করলে
১৪ ফেব্রুয়ারি ২০২৩