ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে পদ্মা নদীর পানি


ডেস্ক রিপোর্ট
200

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:৩৮ পিএম
বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে পদ্মা নদীর পানি ফাইল-ফটো



টানা বৃষ্টি ও জোয়ারে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি।

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত দুই সপ্তাহ যাবত পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই পদ্মায় পানি বাড়ছে।

পাউবোর গেজ রিডার শিল্পী বলেন, বুধবার  (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে। যা গতকালের চেয়ে আজ ৩ সেন্টিমিটার কম।

এদিকে গত তিনদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। তবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে । যেকোন সময় বৃষ্টি হতে পারে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।


আরও পড়ুন: