ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
০৭ ফেব্রুয়ারি ২০২৩

সড়ক অবরোধ করে গুলিস্তানে হকারদের বিক্ষোভ


ডেস্ক রিপোর্ট
200

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০২:০৯:২৫ পিএম
সড়ক অবরোধ করে গুলিস্তানে হকারদের বিক্ষোভ ফাইল-ফটো



রাজধানীর গুলিস্তানে হকার মুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদ গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই এলাকার হকাররা। এ সময় তাদের অভিযান বিরোধী স্লোগান দিতে দেখা গেছে।

মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তান, জিপিও ও বায়তুল মোকাররম মসজিদের সামনে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন। এ সময় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ছিলেন।

পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা মূলত সিটি করপোরেশনকে সহযোগিতা করার কাজ করছি।


আরও পড়ুন: