ঘরের মাটিতে ভারত-পাকিস্তানের একই দিনে হার
ডেস্ক রিপোর্ট
211
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১০:০৯:২৭ এএম
একইদিন ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেল ভারত ও পাকিস্তান। দুই দলই হেরেছে আগে ব্যাট করে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টস হেরে আগে ব্যাট করে ২০৮ রান করে ভারত। জবাবে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
একইভাবে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টস হেরে আগে ব্যাট করে ১৫৮ রান করে পাকিস্তান। জবাবে স্বাগতিকদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ড।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হয় পাকিস্তান-ইংল্যান্ড। টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ে পাঠায় মঈন আলী। মোহাম্মদ রিজওয়ানের ৬৮ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ তুলে পাকিস্তান।
দলের পক্ষে পাক অধিনায়ক বাবর আজম ৩১ ও ইফতিখার আহমেদ ২৮ রানের ইনিংস খেলেন। এছাড়া ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি আর কেউই। ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লুক উড। এছাড়াও আদিল রশিদ দুইটি এবং অধিনায়ক মঈন আলী ও স্যাম কারান একটি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের ৫৩ রানের ঝড়ো ইনিংসের পর হ্যারি ব্রুকের ৪২ রানের তাণ্ডবে সহজেই জয় পায় সফরকারীরা। ২৫ বলে ৭ চারে অপরাজিত এই ইনিংস খেলেন ব্রুকে। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
এর আগে ৪০ বলে ৭ চারে ৫৩ করেন হেলস। পাকিস্তানের হয়ে উসমান কাদির দুইটি এবং হারিস রউফ ও শাহনেওয়াজ দাহানী একটি করে উইকেট নেন।
একই দিন মোহালিতে টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসে ২০৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। ওপেনার রাহুল ৩৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি ব্যর্থ হলেও ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করেন সূর্যকুমার এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২৫ বলে ২ চার ও ৪ ছক্কায় সূর্যকুমার ৪৬ রান করে আউট হন। তবে অলরাউন্ডার পান্ডিয়া খেলেন ৩০ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭১ রানের অপরাজিত ইনিংস। এতে স্বাগিতকের রান দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান।
পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ক্যামেরন গ্রিনের ৩০ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংসের পর স্টিভেন স্মিথ ৩৫ আর সবশেষ ম্যাথু ওয়েডের অপরাজিত ৪৫ রান অস্ট্রেলিয়ার জয়ের পথ সহজ করে দেয়। সফরকারীরা ১৯.২ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।
আরও পড়ুন:
খেলা সম্পর্কিত আরও
বিপিএল চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রাইজ মানি কত?
১৬ ফেব্রুয়ারি ২০২৩
টিভি পর্দায় আজকের খেলার সময়সূচি
১৬ ফেব্রুয়ারি ২০২৩
তারকাঠাসা পিএসজিকে হারের স্বাদ দিলো বায়ার্ন মিউনিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৩
স্পেনে নির্বাসিত ইরানের শীর্ষ দাবাড়ু
১৪ ফেব্রুয়ারি ২০২৩
পিএসএল মাতাতে পাকিস্তান যাচ্ছেন সাকিব
১৪ ফেব্রুয়ারি ২০২৩
জীবনের শেষ পেনাল্টি ঠেকিয়ে মারা গেলেন গোলরক্ষক
১৪ ফেব্রুয়ারি ২০২৩