ঢাকা বৃহস্পতিবার
২৩ জানুয়ারী ২০২৫
১৪ ফেব্রুয়ারি ২০২৩

এশিয়া কাপের ফাইনালের রাতে মাঠে নামছে বাংলাদেশের লেজেন্ডসরা


ডেস্ক রিপোর্ট
190

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০৯:১৫ পিএম
এশিয়া কাপের ফাইনালের রাতে মাঠে নামছে বাংলাদেশের লেজেন্ডসরা ফাইল-ফটো



রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মৌসুম শুরু হয় শনিবার (১০ সেপ্টেম্বর)। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে  রোববার (১১ সেপ্টেম্বর) ভারতের কানপুরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে শাহাদাত হোসেন রাজীবের নেতৃত্বাধীন বাংলাদেশ লেজেন্ডস। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। এর আগে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত লেজেন্ডস ও দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস।

এদিন বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসের পর্দায়। দিনের অপর খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া লিজেন্ডস ও শ্রীলঙ্কা লিজেন্ডস। বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটিও টি স্পোর্টসে দেখা যাবে।

বাংলাদেশের দ্বিতীয় খেলা নিউজিল্যান্ড লেজেন্ডসের বিপক্ষে আগামী  ১৫ সেপ্টেম্বর রাত ৮ টায় কানপুরে অনুষ্ঠিত হবে। দুই দিন পর অস্ট্রেলিয়ার লেজেন্ডসেদের মোকাবিলা করবে শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ১৮ সেপ্টেম্বর ইনদোর স্টেডিয়ামে বিকাল ৪ টা মাঠে গড়াবে ম্যাচটি।

বাংলাদেশের চতুর্থ ও পঞ্চম ম্যাচ যথায় ক্রামে ভারত ও শ্রীলঙ্কার লেজেন্ডসেদের বিপক্ষে। ভারতের বিপক্ষে দেহরাদুন ২১ সেপ্টেম্বর রাত আটটায় এবং শ্রীলঙ্কার বিপক্ষে রায়পুর বিকাল চারটায় মাঠে নামবে লাল-সবুজের পতাকাবাহীরা।

বাংলাদেশ লেজেন্ডস স্কোয়াড : শাহাদাত হোসেন রাজীব (অধিনায়ক), আবুল হাসান রাজু, আলমগীর কবির, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), খালদে মাসুদ পাইলট (উইকেটরক্ষক), মেহরাব হোসেন জুনিয়র, নাজিমউদ্দিন চৌধুরী, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, আফতাব আহমেদ, অলক কাপালি, ইলিয়াস সানি, মামুন উর রশীদ, মোহাম্মদ শরীফ ও নাজমুস সাদাত।


আরও পড়ুন: