১১ বছরের সংসারে ইতি টানলেন হানি সিং
ডেস্ক রিপোর্ট
205
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৬:০৯:৫৩ পিএম
বলিউডের জনপ্রিয় গায়ক ও র্যাপার ইয়ো ইয়ো হানি সিং আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন দাম্পত্য জীবনে। দীর্ঘ সময় একত্রে থাকার পর শালিনী তলওয়ারের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন এই গায়ক। শনিবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক বছর আইনি লড়াইয়ের পর আদালতের মাধ্যমে সমঝোতায় পৌঁছান হানি-শালিনী দম্পতি।
নয়াদিল্লির সাকেত আদালতে বিচারের পর মধ্যস্থতায় আসেন তারা। সেখানে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাদের। টাইমস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদের সময় শালিনী তলওয়ারের ভরণপোষণের জন্য ১ কোটি রুপির একটি চেক তুলে দেন গায়ক হানি সিং।
এর আগে গত বছর শালিনী তলওয়ার হানি সিংয়ের বিরুদ্ধে নয়াদিল্লির তিস হাজারি আদালতে গার্হস্থ সহিংসতার মামলা করেছিলেন এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন।
মামলায় শালিনী ‘ডোমেস্টিক ভায়োলেন্স থেকে মহিলাদের সুরক্ষা’ আইনের অধীনে ২০ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করেছিলেন। একই সঙ্গে স্বামীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকারও অভিযোগ করেন।
প্রসঙ্গত, ২০১১ সালে শিখ নিয়মে দিল্লির একটি ফার্ম হাউজে বিয়ে সম্পন্ন করেন তারা। ওই বছরই ককটেল সিনেমায় ‘আংরেজি বিট’ শিরোনামের গান গেয়ে রাতারাতি খ্যাতি লাভ করেন হানি সিং। তারপরে ‘ব্লু আইজ’, ‘হাই হিল’, ‘লুঙ্গি ডান্স’ ও ‘পানি পানি’সহ বেশ কয়েকটি হিট শ্রোতাদের উপহার দেন এই গায়ক।
আরও পড়ুন:
বিনোদন সম্পর্কিত আরও
বক্স অফিসে 'পাঠান' এর হাজার কোটির দৌড়
১৪ ফেব্রুয়ারি ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
১৪ ফেব্রুয়ারি ২০২৩
ট্রলের শিকার এ কোন মোনালি!
১২ ফেব্রুয়ারি ২০২৩
র্যাপ সংগীতশিল্পীকে গুলি করে হত্যা
১২ ফেব্রুয়ারি ২০২৩
শাহরুখের হাতের নীল ঘড়ি ভাইরাল, জানা গেল দাম
১২ ফেব্রুয়ারি ২০২৩
ফিট হওয়া দীঘির মিউজিক ভিডিও হিট হতে পারবে!
১১ ফেব্রুয়ারি ২০২৩