সুয়ারেজের হ্যাটট্রিক, গ্রেমিওর বড় জয়
স্বদেশি ক্লাব নাসিওনাল ছেড়ে গত বছর ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দেন ৩৫ বছর বয়সী ফুটবলার লুইজ সুয়ারেজ। তবে গ্রেমিওর হয়ে মাঠে নামতে কিছুটা সময় লাগলেও নিজের জাত চেনাতে সময় নেননি সাবেক এই বার্সেলোনার স্ট্রাইকার। গ্রেমিওর জার্সি গায়ে সাও লুইজের বিপক্ষে নেমেই হ্যাটট্রিক করেছেন এ ফুটবলার।
গত বছরই ইউরোপের ফুটবল ছেড়ে নিজ দেশ উরুগুয়েতে পাড়ি জমিয়েছিলেন সুয়ারেজ। সেখানে ছয় মাসের চুক্তি করেছিলেন এই উরুগুইয়া...
খেলা ডেস্ক ২ বছর আগে