ছবি প্রকাশ করে কিসের বার্তা দিলেন মেসি?
শেষ বিশ্বকাপ, স্বপ্নের বিশ্বকাপ; যে তকমাই দেন, এবারের বিশ্বকাপটা মেসির কাছে বিশেষের চেয়েও বিশেষ কিছু। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদির কাছে হার যে পতনের আভাস দিয়েছিল, চির-যোদ্ধা মেসি পতন দিয়েই সেই পতনটা ভালোভাবে ঠেকিয়ে দিয়েছেন।
কখনো নিজে গোল করে কখনো গোল করিয়ে দলকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছেন। শেষ ষোলোর বেড়া ডিঙিয়ে এখন ক্ষুদে জাদুকর কোয়ার্টার ফাইনালে। আর ডুবতে বসা আর্জেন্টিনার এমন সাফল্যগাঁথার অগ...
ডেস্ক রিপোর্ট ২ বছর আগে