অপরাধমুক্তের পাশাপাশি ইঁদুরমুক্ত করাও জর...
সতেরো’শ শতক ধরেই ইঁদুর সমস্যায় ভুগছে নিউইয়র্ক সিটি। কিছুতেই শহর থেকে ইঁদুর দূর হচ্ছে না। এ যেন জার্মানির ছোট্ট শহর হ্যামিলনের সেই ঘটনাকে মনে করিয়ে দিলো। ইঁদুরের জালায় অতিষ্ঠ শহরবাসী। কোথাও কোনও শান্তি নেই। ইঁদুর দূর করার জন্য কোনও উদ্যোগ যেন কাজে লাগছে না। শেষ পর্যন্ত শহরের মেয়র ঘোষণা দিলেন যে শহর থেকে ইঁদুর দূর করতে পারবে তাকে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। এর পরের ঘটনা সবার জানা। খবর দ্য ও...
ডেস্ক রিপোর্ট ২ বছর আগে