বিশ্বের বয়োজ্যেষ্ঠ প্রাণীর ১৯০তম জন্মদিন
আলোর মালা আর ফুলের সাজে সেজে উঠেছে দক্ষিণ অটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপ। দ্বীপের অন্যতম বাসিন্দা সেশেলস জায়ান্ট টরটয়েজ বা কচ্ছপের ১৯০ তম জন্মদিন উপলক্ষ্যে এ আয়োজন। নাম তার জোনাথন। মনে করা হয়, এ জোনাথনই বিশ্বের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা।
১৮৩২ সালে লন্ডনে কলেরার প্রাদুর্ভাব হয়। একই বছর জন্ম জোনাথনেরও। তার পর দু-দু’টি বিশ্বযুদ্ধ, দুনিয়ার হাজার ওঠা-পড়া পেরিয়ে আজও সে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছে। ভূ...
ডেস্ক রিপোর্ট ২ বছর আগে