অনুশীলনেই প্রাণ হারালেন আর্জেন্টাইন ক্লা...
ফুটবল মাঠে অনুশীলন করার সময় জ্ঞান হারিয়ে প্রাণ হারিয়েছেন ২২ বছর বয়সী কলম্বিয়ান ফুটবলার আন্দ্রেস বালান্টা। তিনি আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো টুকুম্যানের ফুটবলার ছিলেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার ক্লাব অ্যাথলেটিকো টুকুম্যান।
তার মৃত্যুতে অ্যাথলেটিকো টুকুম্যান তাদের অফিসিয়াল টুইটারে শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় তারা লিখে, ‘অ্যাথলেটিকো টুকুম্যান দুঃখের সঙ্গে নিশ্চিত করছে...
খেলা ডেস্ক ২ বছর আগে