চলে গেলেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী আইরিন ক...
অস্কারজয়ী সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী আইরিন কারা এসকালেরার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কারার প্রতিনিধি জানিয়েছেন, ফ্লোরিডায় নিজ বাড়িতে আইরিনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
‘ফ্ল্যাশড্যান্স... হোয়াট এ ফিলিং’ গানটির জন্য শ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিলেন। গানটির সহ-রচয়িতাও ছিলেন তিনি। গানটির জন্য সেরা পপ ভোকাল নারী শিল্পী হ...
ডেস্ক রিপোর্ট ২ বছর আগে